রাতটুকুই আমার
কিছু থাকে না রাতে, ছুঁয়ে থাকে অন্ধকার
থাকে না কিছু হাতে, মুঠো মুঠো আঁধার
কিছু থাকে না চোখে, নির্ঘুম স্বপ্নহীন রাত
থাকে না কিছু মনে, শরীরে মন কোথায়?
মন তো সেই কবেই দিয়ে দিয়েছি তোকে
অনিদ্রা কেড়ে নিয়েছে চোখ
হাতে শূন্যতার হাহাকার,
রাতটুকুই কেবল আমার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হৃদয় ছোঁয়া কবিতা। বরাবরের মতো। অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ।
loading...
চমৎকার যাযাবর ভাই। রাতটুকুই আমাদের।
loading...
থাকে না কিছু হাতে, মুঠো মুঠো আঁধার


কিছু থাকে না চোখে, নির্ঘুম স্বপ্নহীন রাত
আপনার জন্য
থাকে না কিছু হাতে, হাতে হাত রাখা কার
কিছু থাকে না বুকে , স্বপ্নহীন হাহাকার
থাকে না কিছু সুখ, যায় ডুবে চাঁদমুখ থাকে না চোখের ক্ষুদা, হারায় সব স্বপ্ন বৃথা….

loading...