চোখ বন্ধ করে উড়ে যাও;
বৃক্ষ হয়ে আমি দাঁড়িয়ে থাকি
যদি তুমি গল্প শোনাও; তোমার চুল একগুচ্ছ কবিতা
বাতাস হয়ে পড়ে আবেগী;
চাতক আমি কতকাল ভুখা
শুধু চাই তোমার বৃষ্টি; রাণীর মতো পা দোলাও শূন্যে
কাঁপছে ভয়ে গোটা শহর;
শীতে আমি জমে যাই এখানে
পাব কি তোমার চাদর? স্বপ্নে এক দুঃসাহসী

