রুধিরা স্রোতে
ভেসে যাওয়া প্রাচীন ভালবাসা!
মাতৃ জঠরে জন্মানো প্রাণের লিপিকা
নিঃশ্বাসে
প্রশ্বাসে
চেতনায়
আদর্শে
মিশে থাকা অনুপ্রাণন
অ আ ক খ…
অক্ষরের জঠরে অক্ষরের ধ্বনি!
বুলবুলির বোলে
কোকিলের কুহু সুরে
মাতৃকার মাদল;
কে না জানে-
বাদল দিনে
ঝিরিঝিরি বরিষণে
টিনের ছালে
পাতায় পাতায় গাছের শাখায়
জেগে উঠে একটি আন্দোলন
মাতৃভাষা বাংলা

