কোথাও কেউ নেই
তবু্ও
কেউ কেউ থাকে
অনুভবে, অস্তিত্বে,
কেউ কেউ থাকে আশা জাগানিয়া।
নিভু নিভু প্রদীপ
পূনর্বার জ্বলে উঠতে
আচমকা আবির্ভূত হয়
অমূল্য জ্বালানি হয়েও কেউ কেউ।
কেউ কেউ পাশে থাকে
সাহস হয়ে,
অদম্য শক্তি যোগায়
ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে।
নিঃস্বার্থ ঢাল হয়েও
পাশে থেকে, সাথে রেখে
বাঁচিয়ে রাখে শ্বাস কেউ কেউ।
তবুও যেন কোথাও কেউ নেই।
পরবো মুখে মাস্ক
এটাই প্রথম টাস্ক,
হাত ধুবো ঘন ঘন
জীবাণু পালায় যেন,
গ্লাভস পরবো হাতে
সংক্রমণ না হয় যাতে,
রাখবো বজায় দুরত্ব
দিতে হবে এর গুরুত্ব,
ঘরের বাহির হবোনা
করবো জয় করোনা।
নই তো প্রস্তরখণ্ড, কাঠ কয়লা কিংবা ধূলিকণা
নই তো কোন জীবাশ্ম বা হাসপাতালের বিছানায়
কোমায় যাওয়া কোন জীবন্মৃত।
নই তো প্রদীপের সলতে,
তেল আর আগুন ব্যাতিরেকে
যার নেই কোন কার্যকারিতা।
নই তো সফেদ সুনীল আকাশ,
যার নেই নিজস্ব কোন অনুভূতি
হয়তো তাকে নিয়ে লেখা যায় কবিতা,
নই তো প্রস্তরখন্ড, কাঠ কয়লা কিংবা ধূলিকণা
নই তো কোন জীবাশ্ম বা হাসপাতালের বিছানায়
কোমায় যাওয়া কোন জীবন্মৃত।
নই তো প্রদীপের সলতে,
তেল আর আগুন ব্যাতিরেকে
যার নেই কোন কার্যকারিতা।
নই তো সফেদ সুনীল আকাশ,
যার নেই নিজস্ব কোন অনুভূতি
হয়তো তাকে নিয়ে লেখা যায় কবিতা,
দেখা যায় স্বপ্ন।
নই তো