চারু মান্নানের কবিতা ট্যাগের সব লেখা

আধেক সেই প্রেম তৃঞ্চা
——–আধেক সেই প্রেম তৃঞ্চা তোমার হাতের অস্থির রেখা!
আমাকে টানেনি কখনও,তাই বোধ হয়
অভিমানে মুছে গেছে সব
প্রেম অধ্যায়গুলো ছানি পোড়া চোখের মতো
আঁড়ালে রয়ে গেল; সদলবলে। প্রেম কি আলো হারা সাঁঝ?
জোনাক আশ্রয়ে বাঁচে; ঠিক দাঁড়িয়ে থাকে
তারকার রোশনাই ক্ষয়ে। সদ্য লজ্জাবতী ছুঁয়ে
যে ফড়িং ডানা মেলে হা্ওয়ায়
তাকে তুমিই খুঁজে ফিরো জীবন পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯০ বার দেখা | ৪৮ শব্দ
যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ
________যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ ঝর ঝর বৃষ্টির ফো্টা
ধরতে গিয়ে আঁজলা পেতেছিলে বৃষ্টির শরীরে
আঁজলা ভরেছ বার বার
সিক্ততার কৌতূহলে ঢেলে দিয়েছ তা বার বার।
আর এখন বর্ষা;
সে কথা মনে আছে তোমার?
নাকি এখনও সেই রকম আঁজলা ভরো
যদি বৃষ্টি আসে ঝাঁপিয়ে
কিংবা বারান্দায় আসতে আসতে মেঘ বৃষ্টি
ছুটে পালিয়ে গেল তোমাকে পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫১ বার দেখা | ১১৪ শব্দ
স্বপ্ন বাজ পথিক
______স্বপ্ন বাজ পথিক বিদ্রূপে কাঠিতে আগুন জ্বলে
অথচ দেখো সময় কালে কি চমৎকার খেলা? বিদ্রূপ ঘুটে এখন সর্ব সহা
নিস্তব্ধ নির্বাক আকল হারা
বে বস,
মস্তিষ্ক বিকৃত পাগল প্রায় মানুষের মতো
বোধ, খাটো থেকে খাটো তরো হচ্ছে। যাপিত কালে ধাবিত পথে, কৈশোর, যৌবন
মধ্যে বয়সে প্রারম্ভে নিত্য নতুন পথ এসে সমুখে;
পথের খতিয়ান,
বড্ড বেশী পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৭ বার দেখা | ৭৮ শব্দ
আশ্বিনে শিন শিন হাওয়া
______আশ্বিনে শিন শিন হাওয়া আশ্বিনে শিন শিন হাওয়া
মেঘমল্লার দেশ; নদী, বিলে টলটলে জল
শেওলা ঢেউয়ে শাপলার দোল। ঘাস গালিচা আগাছার ফুল
সাঁঝের হাওয়ায় কাঁপে; লজ্জাবতী চুপটি করে
ধুলোর গায়ে শিশির মাখে। নাটাই হাতে কিশোর, বালক
আকাশ নিলে ঘুড়ি চরে; কোথায় সেই রাখাল বালক?
গোধুলী বেলায় গাঁয়ে ফিরে। ফড়িং ডানায় দল বেঁধেছে
সিমের মাছায় সাঁঝ পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৫ বার দেখা | ৫২ শব্দ
_____একদিন আপনি আপন
_____একদিন আপনি আপন একদিন আপনি আপন
মৃদু হরষে,
পথে যেতে যেতে আনমনা পথিক স্বজন
ফিরে দ্যাখা তারই আপনজন। হয়নি কথা! তার সাথে
কি জানি কি অভিমানে? ফিরে দ্যাখেনি সেও তো আর
চোখের নিশানা মিলিয়ে যায়; ক্ষণ কালেই। সময় ঢলে পড়ে
আচমকা যেন সাঁঝ নামে, পথিক তার পথে পথে
সেই পিছন ফিরে দ্যাখার আত্মমগ্নে নিমজ্জিত
পায়ের পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৯৭ বার দেখা | ৫৯ শব্দ
শূন্য মহাকাল
_____শূন্য মহাকাল শূন্য মহাকাল,
শূন্য তুচ্ছ অতি কণা সাজিয়ে রইছে দ্যাখো
সচল মহা রণে; দিক হতে দিগন্তে পথিক পথ খুঁজে ফিরে
শূন্য ধুলি কণা শুন্যভুমি মিলে। কিসের এত সাজ?
কিসের তোরজোড়? সবই তো শূন্য খোল নিত‌্য শূন্য ভরে!
কবিতার আঁচল ছিঁড়ে; শূন্য খান খান
এদিক ওদিক ফিরে শূন্য নিরিখে
অমানিশায় ঘুরে। বাঁচিতে কত যত্ন পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৯২ বার দেখা | ৭২ শব্দ
_______আচমকা প্রেম
_______আচমকা প্রেম একদিন সেই দিন
আরশিতে তোমার পারদ খসে পড়ে
তবুও যত্ন আত্তির কমতি নেই। বাড়ন্ত বেলার তেজ! দিগন্ত দুরে পালিয়ে যায় চুপি চুপি
তোমার বারান্দার কার্নিশে
চুড়ই জটলা; তোমার মৌনতা টুটে যায়
আঁধিয়ার আঁচলে জলের পটলা এখন
ধোঁয়াশা মেঘের পাহাড়। ইজি চেয়ারে ঝিমুনিতে
তুমিই বুঝি রেখেছ জেইয়ে!
আচমকা প্রেম;
অকার্সাৎ হারিয়ে গেয়েছিল যা, নক্ষত্র স্ফুলিঙ্গ পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৮১ বার দেখা | ৬০ শব্দ
______না, তা নয়
______না, তা নয় কালের রাজ্য সময় বড়ই ক্ষণিকের অহমিকা
ক্ষণ যাপনেই তৃপ্ত সময়, নিয়েছে জড়িয়ে
অক্টোপাশের মতো করে;
ছাড়াবার কাল, কেবলই যবনিকা পাটে! সময় আর জীবন
কাঁটায় কাঁটায় চলে ক্ষণ জুঁপে জুঁপে
তবে সময় অসীম পারাবার,
সীমানা কই?
কিন্তু জীবন সময় হিসেবে আঁটা
দম ফুরাইলে ঠুস। তা, হলে জীবনের সাথে আত্মিকতা আছে
সেও কি সময়ের ছকে পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১১ বার দেখা | ৫৪ শব্দ
সময় ক্ষত
____সময় ক্ষত আমাকে ছেড়ে দাও
যেতে দাও আমাকে, আমি যে বন্দি
বাঁধা পড়ে আছি এখানে, এই সময়। সময় বড়ই স্বাধীন
কিন্তু সময় স্বাধীনতা দিতেই চায় না;
শুধু ফুরিয়ে যাবার চিত্র আঁকে
সময় ফিতায়; উর্মিল মাস্তুল সময় ঝড়ে কেঁপে উঠে
যেন ধরেছে সময় পার্বণ। কথার সীমানায় সময় ধরে আসে
মেঘেদের বুক চিরে লুকিয়ে পরে
মেঘ ফুরাইলে পড়ুন
কবিতা | | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬০২ বার দেখা | ৫৮ শব্দ
সবিনয় প্রেম আসুক ফিরে শ্রাবণে
______সবিনয় প্রেম আসুক ফিরে শ্রাবণে লজ্জাবতীর ঝাড়ে এ কি ছোঁয়া?
আধো বৃষ্টির ধারায়;
নন্দন মায়ায় এ কোন বিরহ পোড়া দহন?
ধোঁয়ার আদলে ঝর ঝর বাদল;
বাবলার ডালে তিলাঘুঘু ভিজে সারা
মেঘ বালিকা ডেকে ডেকে যায়
ঐ দূর নীলিমায়। রাধার আঁচল চুইয়ে চুইয়ে বিরহী প্রেম
বৃষ্টি বাদল হয়ে ঝরে
ময়ূর পেখম খোলা সাঁঝ; শ্রাবণ অমানিশায়
আকুল পড়ুন
কবিতা | | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৭ বার দেখা | ৫৪ শব্দ
_____ শ্রাবণকে ডেকে দাও
_____ শ্রাবণকে ডেকে দাও আমি তুমির অভিমান ক্ষয়ে গেছে
কোন এক শ্রাবণে? ঝর ঝর বারি বর্ষণে সে কথাই
বার বার মনে পড়ে। শাপলা বিলে, নতুন জলের বর্ষা
একূল ওকূল ভাসান
বিরহ লখিন্দর পুরাণ; চম্পক বন
ডুবো ডুবো ছেড়া দ্বীপ যেন! নাই ওর নায়ে ছুঁই দেখা যায়
ঐ দূরে জেলের নায়ের পাশ পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪৭৮ বার দেখা | ৮৮ শব্দ
আমাকে যেতে দাও
_______আমাকে যেতে দাও স্বাধীনতা আজ, বিমর্ষ যন্ত্রণা! মুক্তির আশফলন
মৃত্যুর মরীচিকা যেন;
কদর্য লেহনে, ঘুরে বেড়ায় দেশ হতে দেশান্তর
প্রেম আজ মৃত্যুর শোক গাঁথা, অশ্রুজল
অবিরাম ভিজে! মৃত্তিকা পান করে শোষণে। আমাকে যেতে দাও, সেই মৃত্যুর মিছিলে
শবদেহ আর সাদা কাফনে!
মুক্তির স্বাদ; অতল তলে হারিয়ে যাক, লুকিয়ে যাক
ডুবে যাক অপর পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৬১ বার দেখা | ৬৬ শব্দ
_______লকডাউন যাপন
_______লকডাউন যাপন কত দিন পর কবিতার কি প্যাডে?
দিলাম হাত;
আর তখনই গ্রীস্মের তাপদাহ স্বর্ণচূড় ফুলে চমকায়
তোমার হাতের ছোঁয়া বিরহের নামান্তর! ধুঁ ধুঁ রৌদ্রর মরিচীকায় মৃত্যুর অম্লঘ্রাণ
ঘর্মাক্ত বিষ্ঠার বিষন্নতা ছড়িয়ে যায়,,
হাওয়ার শরীর জুড়ে; সরীস্রিফের শীতনিদ্রার মতো
লকডাউন যাপন।
তোমায় মনে পড়েছিল খানিক রোদ্রপোলাপে
সজুব ঘাসে চিতল হরিণীর
ঘাসে যাবর কাটার মতো করে;
বনুনে নন্দন পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১২২ বার দেখা | ৬১ শব্দ
অদৃশ্য ঘণ্টাধ্বনি
অদৃশ্য ঘণ্টাধ্বনি
কোথায় ও
কোন ঘণ্টা বাঁধা নেই?
তবুও ঘণ্টার আওয়াজ ভেসে আসে
যেন মেঘের চাতাল হতে!
ঢ়েরা পেটার মতো
সারা পৃথিবী জুড়ে বিমর্ষ এক ঘণ্টাধ্বনি
বেজে চলেছে তো চলছে
যেন এক রাজার আদেশ? এখনি তাঁর দরবারে
হাজির হতে হবে;
না হলে শাস্তি অশেষ বিড়ম্বনার! নাকে খত দেবার মতো
আর ও পথে হেঁটো না; ও যে পড়ুন
অন্যান্য | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৮৫ বার দেখা | ৮৭ শব্দ
হাওয়া ময়
_______হাওয়া ময় শোনছো না কি?
আজরাইল ঘুরছে, হাওয়া ময়
হাওয়ায় জীবন
চঞ্চলতা, চপলতায় ভরা; সেই হাওয়ায় এখন
লিখছে মৃত্যু সনদ!
লীলা খেলা তাঁরই। মৃত্যু বিলাপ
তাঁরই হাতেই নিত্য চলাচলে
ধরার বায়ু আলখেল্লা বসনে ছুটে চলে পৃথিবী ময়
কেউ বা বাঁচিবে কেউ বা মরিবে
তাঁর সনদ তাঁরই হাতে উল্‌টায়
সত্য বিধান তলবে; বার বার খেই হারিয়ে যায়
সু মন্দ পড়ুন
কবিতা | | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৭৩ বার দেখা | ৬২ শব্দ