বছর ঘুরে আবার এলো
বিজয়ের মাস ফিরে
কথকতা হাজার স্বপ্ন
কোটি মানুষ ঘিরে।
যাঁদের আত্মত্যাগের কথা
ভুলতে না কেউ পাই
আমার আত্মার আত্মীয়জন
সকল শহীদ ভাই।
সেদিন তাঁদের প্রাণ বিসর্জন
মোটেই ছিলনা ভুল
লক্ষ প্রাণের দামে এদিন
ফুটলো বিজয় ফুল।
লাল সবুজের এই পতাকা
বিজয় নিশান উড়ে
আমার সোনার বাংলা গান-গাই
গর্বে সুরে সুরে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সরল কথা কাব্যে সহজ সত্যের প্রকাশ। অভিনন্দন কবিবন্ধু সৈয়দ হিলাল সাইফ।
বিজয় মাসের অনেক শুভেচ্ছা রইল কবি দা
অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয়