আমার গন্তব্য যখন তোমার দিকে
তুমি দৃষ্টিসীমার মধ্যে চলে এসেছ
একান্ত ভ্রমণে-গ্রহণযোগ্য বলে কিছু
গ্রাম্য গাছপাতার মতো ঘনশীল
বাতাসে লাগামহীন দীর্ঘ করতালি-
আর এতিম প্রেমিকার প্রযত্ন রূপ
এই স্বপ্নতাড়িত দরকারি সৌন্দর্য
আজকাল মৌন আঙ্গুলও টের পায়
কীভাবে যন্ত্রণা লিখতে হয়, চুপচাপ-
উচ্চারণহীন ইশারা দিয়ে কেবল
বিষাক্ত সাক্ষী না রেখে বলা যায়
সেদিন খুব জ্বর এসেছিল। কাঁপনে-
খানিকটা জিরাফ শরীরের মতো
ডোরাকাটা-ঘামে ঘামে বয়ে যাচ্ছ
একটি সময়ে, সুন্দর জনপদে, তুমি!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
একান্ত ভ্রমণ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রেমিকার প্রযত্ন রূপ
এই স্বপ্নতাড়িত দরকারি সৌন্দর্য
আজকাল মৌন আঙ্গুলও টের পায়।
loading...
ভালো লেগেছে কবিতা
loading...