সেকেন্ডের কাঁটার ওপরে দৌড়াই
একটু হাসি কেনার অলীক কাঙ্খায়,
বৃত্ত সম্পূর্ণ হয়না বাড়ন্ত অধ্যবসায়ে,
হিসেবের মলাট হারানো খেরোখাতা
মিছরির ছুরিতে শান দিয়ে হাসে!
ঈশ্বর বেড়াতে গেছে প্রমোদপার্টি তে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার ভাবনা
অসামান্য রচনাশৈলী। পাঠে মুগ্ধ হলাম I
বৃত্ত সম্পূর্ণ হয়না বাড়ন্ত অধ্যবসায়ে, হিসেবের মলাট হারানো খেরোখাতা।