এত নিখুঁত কালো কেন?
আমার তো তালা খুললেই সকাল ছিল!
নিশ্ছিদ্র অমাবস্যায় কালোর মধ্যেও
বহু বিন্যস্ত স্তর,
আমাকে একটু ঘুম দাও –
আমাকে একটু সকাল দাও –
আমাকে একটু আলো দাও …!
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমাকে একটু ঘুম দাও –
আমাকে একটু সকাল দাও –
আমাকে একটু আলো দাও …!
আপনার কবিতার মতো আমিও আলোর মাঝে যেন অন্ধকারে আছি। আমিও মাঝেমাঝে বলি,'আমাকে একটু আলো দাও!
শুভকামনা থাকলো দাদা।