ফিরে দাও-মে
(মে দিবসে প্রজ্বলিত হোক নিভে যাওয়া ক্রোধ)
এখন আমার দিকে তাকাও লেনিন
তীক্ষ্ণ দৃষ্টিতে দেখ আমার অঙ্গপ্রত্যঙ্গ মানসলোক,
ঝাপসা হয়োনা এ রাতে
সুষ্পট ছন্দে দেখো আমাকে।
তুমি কখনো কয়লাখনি দেখেছ লেনিন?
দেখেছ কয়লাধূলোর বিস্ফোরণ
আটকায় স্টোনডাস্ট বেরিয়ারে?
মুহূর্তে গর্ভবতী ক্ষেতের ফসল
আতংকের হু হু গহ্বর!
আমি যদি নেতা হই সর্বহারার,
এ সময় কেন রুদ্ধ করে চেতনা আমার!
উড়াতে পারিনা কেন সঙ্কীর্ণ খনিমুখ?
শত ইচ্ছাতেও টুকরো করিনা কেন
নপুংসক কৃমিকীট দেহ?
পাশে আমার দাঁড়াও লেনিন,
শক্তি দাও জড়ো করতে টুকরো প্রবণতা,
মদ্যপ আশ্লেষ থেকে টেনে তুলে
দাও মুষ্টিবদ্ধ ঘৃণা,
ঝুড়ি বেলচা হাতুড়ি রেঞ্চে দাও
বিস্ফোরক আমরণ ক্রোধ,
বানচাল করতে এই গ্যাসীয় পরিবেশ
খনির চাকায় জুড়ে দাও অতন্দ্র সাহস।
ফিরে দাও লেনিন-
আমাদের মাঝে দাও
অনন্য মে-আঠেরশ ছিয়াশি!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"পাশে আমার দাঁড়াও লেনিন,
শক্তি দাও জড়ো করতে টুকরো প্রবণতা,
মদ্যপ আশ্লেষ থেকে টেনে তুলে
দাও মুষ্টিবদ্ধ ঘৃণা।"
loading...