জীবনধারায় কবি কাজী নজরুল ইসলাম,
অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতিরূপ।
তুমি এসেছিলে জগতে,
দেখাতে বিদ্রোহের প্রেমময়তা।
সাম্যের কবি, নিরীহ, নিপীড়িত মানুষের কবি;
শোষকের বিরুদ্ধে বজ্রকন্ঠ তুমি।
মানবতার কবি তুমি এসেছিলে,
পথ দেখাতে মানবাত্মার রূপকে।
তোমার কবিতার বজ্রকঠিন ভাব,
আধিকারের রাজপথের পথ প্রদর্শকতা।
জন্ম হয়েছিল তোমার,
অপশক্তির মূলউৎপাটনে।
তুমি অনুপ্রেরণার উত্তল সমুদ্র ঢেউ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
দ্রোহী তুমি কবি কাজী নজরুল ইসলাম,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সাম্যের কবি, নিরীহ, নিপীড়িত মানুষের কবি;
শোষকের বিরুদ্ধে বজ্রকন্ঠ তুমি।
দ্রোহী তুমি কবি কাজী নজরুল ইসলাম।
loading...
কবি প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানাই
loading...
চমৎকার কাব্যিক উপস্থাপন খুব ভালো লাগলো।
loading...
নজরুল জয়ন্তীতে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
loading...