আবার একটি বসন্ত এলো,
তোমার বসন্ত কেমন কাটছে ? জানি না।
তবে আমার বসন্ত আজও অচেনা;
সময়ের পরতে পরতে প্রতি বেলায়, বসন্তরা চলে যায়।
বসন্তেরই প্রাণে কিছু রেখে যাওয়া বেদনা রেখে যায়।
মন আর মানুষের কথায় সম্মিলিত অবহে;
তোমার কথাগুলো মেলে না।
হয়তো আসবে তুমি।
তাই অপেক্ষারা অপেক্ষমান।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অপেক্ষারা অপেক্ষমান,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মন আর মানুষের কথায় সম্মিলিত আবহে;
তোমার কথাগুলো মেলে না।
হয়তো আসবে তুমি।
তাই অপেক্ষারা অপেক্ষমান।
loading...
ভালো, পরিশীলিত লেখা।
loading...