বসন্তের দিনগুলো তোমাকে বারবার মনে করিয়ে দেয়।
সেদিন আমি একা হাটছিলাম টিএসসির পথ ধরে,
তুমি সঙ্গে ছিলে না, দূর থেকে কথা বলছিলে।
টিএসসির মোড়টা তখন পরিপূর্ণ মানুষের ভিড়ে।
কেউ একা, কেউ বা প্রিয় মানুষটাকে নিয়ে এসেছিল ঘুরতে।
সেখানে শুধু তুমি ছিলে না !
আমি একা হাটছি আর তোমায় ভাবছি।
হলুধ গাধা ফুল আর লাল গোলাপের মিশ্রিত সুঘ্রাণ,
সেদিন ভেসে আসছিল চারদিক থেকে।
আজও সে সুঘ্রাণ তোমায় মনে করিয়ে দেয়,
মন ভরানো সে সুঘ্রাণ আজও মান ভোলায়।
জানি না, হয়তো তুমিও মনে কর।
আমি আজও হাটছি একা পথ ধরে
টিএসসির সেই পথটি না হলেও, অন্য কোথাও অন্য পথে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ সৃজন ।
সুন্দর কবিতা। অসংখ্য ধন্যবাদ মি. এস এম হৃদয়।