অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতিরূপ। তুমি এসেছিলে জগতে,
দেখাতে বিদ্রোহের প্রেমময়তা। সাম্যের কবি, নিরীহ, নিপীড়িত মানুষের কবি;
শোষকের বিরুদ্ধে বজ্রকন্ঠ তুমি। মানবতার কবি তুমি এসেছিলে,
পথ দেখাতে মানবাত্মার রূপকে। তোমার কবিতার বজ্রকঠিন ভাব,
আধিকারের রাজপথের পথ প্রদর্শকতা। জন্ম হয়েছিল তোমার,
অপশক্তির মূলউৎপাটনে।
তুমি অনুপ্রেরণার উত্তল সমুদ্র ঢেউ।

