দুঃখ দেবে ?
দাও
আরো কাঁদাবে ?
কাঁদাও
অক্সিজেন পাই আমি তোমার তিরস্কারে
তোমার হিংসেমির বা নষ্ট ভাবনায়
বুকের কষ্ট গুলো উঠে আসে আমার কবিতায়
আমি তোমাকে বলছিনা, তুমি আমায় একটা ফুল এনে দাও
একবারও বলছিনা, আমার কাছ থেকে দূরে সরে যাও
তোমার প্রতারণার গল্প আমি কক্ষনো কাওকে করবোনা
আমার