যেমন ভালোবাসা চাই

আমার উন্মুক্ত ভালোবাসা চাই,
বেহায়া, নির্লজ্জ ভালোবাসা।
হাজারো মানুষের ভীরে চাই,
কেউ আমার কান কামড়ে দিক।
লাল করে দিক ঠোঁটের লিপস্টিকে,
আমার চিবুক, গাল, কপাল।।
.
কেউ আমার হাত ধরে জ্যাম ঠেলে,
পার হোক শহরের ব্যস্ত সড়ক।
আমার চোখে চোখ রেখে ডুবাক আমায়,
সুর তুলুক নতুন গানের, কবিতার।
কলার চেপে ধরে লাল মুখ করে বলুক,
“অন্যকারো দিকে কখনো তাকাবিনা।।”
.
আমার এমনি অসীম ভালোবাসা চাই,
কার্পণ্য ছাড়া নিখাদ ভালোবাসা।
আমি চাই কেউ আমার ঘাড়ের চুল ধরে,
চোখের সামনেই দম বন্ধ করুক টানা চুম্বনে।
কেউ আমাকে জড়িয়ে নিক প্রতিটি মুহূর্তে,
তার নরম দেহের মাঝে শয়নে জাগরণে।।
.
এমনি উন্মাদ রমণীর পুরোটা,
অধিকার চাই স্পর্শ করবার, গন্ধ নেবার।
ইচ্ছে হলেই মাঝরাতের অভিসারের,
কেউ আমাকে সঙ্গী করুক।
খামচে ধরুক আমার বাহু, পিঠ, গলা,
কেড়ে নিক আমার সর্বস্ব, হাড় অবধি।।
.
আমার বুকে এমনি ভরাট তৃষ্ণা,
একালের মামুলি ভালোবাসায় তা মিটবেনা।
আমি চাই কেউ শুধু আমার বেলাতেই,
হোক পৃথিবীর সবথেকে বেহায়া মানবী।
তার দেহের প্রতিটি ভাজ আমি গুণতে চাই,
আঙুলের নখের দরদহীন দাগ কেটে।
আমার বুকের দগ্ধ আগুনের নরক,
কেবল এমনই ভালোবাসায় নেভানো সম্ভব।।
.
২৮-১১-২০১৮
#StayAtHome #StaySafe

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১৭-০৬-২০২০ | ০:৫৯ |

    বাহ্  অসাধারণ লিখেছেন I 

    GD Star Rating
    loading...
  2. গোলাম কিবরিয়া সৌখিন : ১৭-০৬-২০২০ | ১০:৪৮ |

    চমৎকার লাগলো কবি, ভালোবাসা অশেষ    

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৭-০৬-২০২০ | ১৯:৩৮ |

    আপনার লিখা বরাবরই মোহিত করে। আপনার লিখায় সারল্য অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...