এঁকে দিব মিষ্টি চুম্বন
যদি একাকী নির্জনে এসে দাঁড়াও
আমার বারান্দার বাগানে রক্ত গোলাপের
গাছটার সামনে, এঁকে দিব মিষ্টি আদর
এই স্বপ্ন দেখতে দেখতে পেরিয়ে গেলো
তেরোটি শীত-বসন্তের কামনার সময়!
তুমি আসবে বলেই অপেক্ষার প্রহরে
দরজায় দাঁড়িয়েই থেকেছি তেরোটি বছর
চোখের সামন দিয়ে হেটে গেল মধুপূর্ণিমা রাত
নিশিথ অমাবশ্যায় জোনাকির আলো
শুধুই তোমার প্রতীক্ষায়