হে সুপ্রিয় কবি,
হ্যাঁ বলো
আজ বিশ্ব কবিতা দিবস। আপনার কবিতা শোনাবেন নাহ ?
অবশ্যই শোনাবো।
কি কবিতা শুনবে বলো, কোনটা তোমার প্রিয় ?
আপনার লিখা সব কবিতাই আমার প্রিয়।
হ্যাঁ আপনি পাশে থাকলে, পৃথিবীর আর কোন সুখ চাইনা। কিন্তু আপনি মাঝে
তোমার হৃদস্পন্দনে
রহস্যময় সেই রাতের নির্জনে
কিছু জ্যোৎস্নার কণা কিছু শবনমী অনুভব
কয়েক ফোঁটা বিদেশী গন্ধ,
কিছু সুগভীর অন্তরঙ্গের মধুরতা,
অসীম এক জীবনের উপলব্ধি অস্তিত্ব তোমায় নিয়ে,
তুমি যে পঞ্চপল্লবের অজস্র স্পন্দনে প্রতিনিয়ত আত্মসুখে ভেসে থাকো মনের সব পাতা জুড়ে
তুমি যে মিশে আছো আমার রক্তরসের প্রতিটি
কবিতা|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭২৭ বার দেখা
| ১১৫ শব্দ ১টি ছবি
অমর ২১শে ফেব্রুয়ারি…
২১শে ফেব্রুয়ারি তুমি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
স্বাধীনতার পটভুমি,
তোমার জন্যে পেয়েছি আজ
স্বাধীন মাতৃভূমি,
২১শে ফেব্রুয়ারি তুমি শহীদ মিনার
সকালের প্রভাত ফেরি
লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে,
শহীদদের দেখা স্বপ্ন একটি দেশ
প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ
একটি স্লোগান
বাংলা আমার মাতৃভাষা চির অম্লান,
২১শে ফেব্রুয়ারি আমার অহংকার
সন্তানহারা মায়ের চিৎকার
আজ
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১০২ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি
হে আমার প্রেম
আমাকে এমন এক বিচ্ছেদের তীর
বুকে ছুড়ে দিয়েছো যার আঘাতে আমি
কতোটা জর্জরিত,
তা ব্যক্ত করার ভাষা আমার নেই।
হৃদয় ঝলসানো কষ্ট নিয়ে
দুচোখে অশ্রু ধরে তুমিহীনা
এই বেচে থাকা আমার,
তুমিহীনা এ জীবন এক মরুভূমি
প্রতিটা রাত যেন আমাবস্যার অন্ধকার।
তোমাকে ছাড়া আমি অসহায়
আমি নিরুপায় –
এ
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৪০ বার দেখা
| ১১০ শব্দ ১টি ছবি
ফিরবো তোমাকে নিয়ে
কত দূর থেকে ভেসে আসে এক অচেনা বাঁশির সুর ব্যাকুল করে মন,
আকাশে নীল জোছনা,
মধ্যরাত ঘুমিয়ে ঘন ঝোঁপ মৃদু বাতাস,
শুকনো পাতার মর্মর ধ্বনি,
সামনে নদী পানিতে তীব্র স্রোত,
দুজন এতোটা পথ এসেছি পেরিয়ে,
ফিরে যাবোনা তোমাকে সাথে না নিয়ে
একাকীত্ব যদিও দুর্বিসহ তবুও
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৮২ বার দেখা
| ১৭৯ শব্দ ১টি ছবি
দেশরত্ন শেখ হাসিনা তিনি এখন শুধু একজন প্রধানমন্ত্রীই নন, তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটি আদর্শের নাম, একটি চেতনার নাম, অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি অনুভূতির নাম। তিনি তাঁর সততা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও কঠিন পরিশ্রমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে
শেখ হাসিনা মানেই এই বাংলাদেশ। আজকের এই গণতন্ত্রের বাংলাদেশ। শেখ হাসিনা মানেই উন্নয়নের বাংলাদেশ। শেখ হাসিনা মানেই জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ, শেখ হাসিনা মানেই সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ।
বাঙালি জাতির অস্তিত্বের উৎস হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে
একদিন তুমিও তোমার মতো করে সুখি হবে,
আমিও আমার মতো,
কিছু বলা আর কিছু না বলা স্মৃতি জমা হয়ে রয়ে যাবে পুরোনো ডাইরির পাতায়,
কোন একদিন হয়ত সময়ের তাগিদে তোমাকে মনে পড়ে যাবে,
আমাদের বেলা অবেলায় কাটানো দিন গুলো,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একাকী দ্বিধান্বিত মনে
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১০২৯ বার দেখা
| ২৪৬ শব্দ ১টি ছবি
রাধা কৃষ্ণের বিলাস
এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ি ফিরে যাচ্ছিলাম,
তুমি এসে পথরোধ করে দাঁড়ালে,
দু’হাত বাড়িয়ে দিয়ে উন্মুক্ত করে দিলে তোমার প্রশস্ত বুকের জমিন,
আমি সকল অভিমান ভুলে গিয়ে তোমার বুকে প্রবেশ করলাম,
তখন বৃষ্টিতে ভিজে গেছে তোমার শার্ট, তোমার বুক
এবং তুমি আমি
কামনাবিলাসী প্রেম
এ কেমন অনুভবের চাওয়া তোমার,
যে উপলব্ধিতে ক্ষণেক্ষণে শিহরিত হয় মন আমার
আমি সারাদিন শব্দের পর শব্দ দিয়ে বুনি কবিতার খাতা
তুমি এলে হারিয়ে যায় সব কথারা,
দু’চোখে তােমার আকুল প্রতীক্ষা শান্তিহীন, ক্লান্তিহীন, বিরাম বিহীন
তুমি কাছে এলে আমি আর
স্রষ্টা প্রদত্ত এক উপহার
তোমার কবিতার ছন্দেই হোক তবে সকল প্রেমের অভিধান,
প্রতিটি শব্দ বিন্যাসের উল্লাসে ভাসুক প্রাঞ্জলতা কাব্য গাঁথুনিতে হোক ভালোবাসার ইমারত,
তৃপ্তির ঢেঁকুর তুলে মিটুক দীর্ঘশ্বাসে আটকে থাকা বহুদিনের পিপাসা,
পংক্তির বিচরণে চমকে যাক পুরো পৃথিবী,
বাঁচার স্বপ্ন
কবিতা|
১০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৮৩৬ বার দেখা
| ১২৭ শব্দ ১টি ছবি
হৃদয় শিকারী
হে হৃদয় শিকারী,
আমার অবাধ্য ইচ্ছেগুলো কি তুমি দেখতে পাও ?
আমার ইচ্ছেগুলো কতো ভাবে আলপনা এঁকে দিয়ে যায়
তোমার হৃদয়পটে তুমি কি তা অনুভব করতে পারো ?
বলতে পারো অভিমানের উৎস কোথায় ?
এটা খুব বেশি ভালোবাসি বলে ?
নাকি খুব বেশি অধিকার
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৯০৭ বার দেখা
| ২৭৪ শব্দ ১টি ছবি