বিশ্বাসের চাদরে মুড়ে নতুন করে বাঁচতে চাওয়া-
আফ্রোদিতির আর ফিনিক্স হওয়া হল না।
একলা ভেসে যাওয়া দ্বীপের মতো
অকুল সাগরে ভাসতে ভাসতে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি নিজের থেকে,
অবিশ্বাস আর উপেক্ষার আগাছায়
ক্রমশ বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। নির্ভরতার পালতোলা নৌকো ছেড়ে গেছে মাঝ সাগরে,
ভেঙে

