এই যে বসে আছি দু’জনা
তুমি আর আমি মুখোমুখী;
কত করি জল্পনা কল্পনা
হয় না শেষ, থাকেই বাকি।
কত এই আনন্দ উচ্ছ্বাস
হৃদয়ের কত মাখামাখি;
তবু কেন যেন দীর্ঘশ্বাস
একটু হাসি আপ্লুতআঁখি।
কত আবদার অনুরোধ
হাতে হাত রেখে কথা বলা;
যেন আজন্ম মমতা বোধ
রবো এমনি সে কত বেলা ?
তোমার আমার কলরব
কিছু হাসি কিছু দঃখ জ্বালা;
একদা থেমে যাবে এসব
থেমে যাবে সব রঙ খেলা।
কত শত মান অভিমান
কত সে চিমটি কাটাকাটি;
কত শত মধু স্বপ্ন গান
নিমেষে সবই হবে মাটি।
.
রচনা:২০১২
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ছন্দ বোধনের কবিতায় আমি সব সময় সম্মান রাখি। শুভেচ্ছা প্রিয় কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সতত।
loading...
“হয় না শেষ, থাকেই বাকি।”
চমৎকার! শুভকামনা থাকলো।
loading...
অশেষ ধন্যবাদ কবি। ভালো থাকুন।
loading...
নিরন্তর শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
loading...