কখনো যেই থামে,
জীবন তাই দুঃখে ডুবে
চোখে অশ্রু নামে। অসৎ পথে ঘোড়ার মত
মানুষ দ্রুত চলে,
সময় শেষে কষ্টে মরে
হৃদয় দাহে জ্বলে। হৃদয়ে যেন সতত রয়
প্রেম-মমতা মায়া,
না পায় কেহ কষ্ট মনে
থাকে শান্তি ছায়া। পরের তরে সাধ্যে যত
বাড়িয়ে দাও হাত,
মানুষজনে হিংসা নহে
না

