বিদায় নিল বাইশ সাল,
নতুন বছর এলে তুমি
বদলে দিও সবার হাল। হৃদিবনে লাগল দোলা
খুশি অতি সবাই আজ,
চারিদিকে বাদ্য বাজে
নর-নারীর রঙিন সাজ। গত সালের যন্ত্রণা সব
ভুলে গেছে, নেই মনে,
বহু স্থানে প্রভাত ফেরি
কত উচ্ছ্বাস লোকজনে। আলোর উদয় কর তুমি
হিংসা ভুলে প্রেম গানে
ছোট-বড় রহে মিলমিশ
দিয়ো

