বিরাট কৃষ্ণচূড়া গাছটি
বেড়ে উঠল অবলীলায় অবহেলায়-
প্রকৃতির ছত্রছায়ায়, আপন মনে
রাজপথের মাঝখানে।
অবৈধ তার জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা
সগর্বে ঘোষনা করলো রাজ কর্তৃপক্ষ।
কিন্তু অবুঝ কৃষ্ণচূড়া বৃক্ষটি
এখনও বোঝে না বৈধতা বা অবৈধতার প্রশ্ন।
উপড়ে ফেলা হবে তাকে
এই কিছুক্ষণের মধ্যেই।
ক্লোরোফিলের কার্যক্রমে পত্রগুলো