কোথায় যাচ্ছে দেশ।
নিজের কাছে ভালো সবাই
যেন সুফি দরবেশ। কালো এখন বেশী ভালো
বাঁকি সবই মিছে,
মন্দ কাজে আগে সবাই
ভালো কাজে পিছে। স্বার্থের কাছে মাথা নত
এটাই এখন ধর্ম,
কালো টাকার পাহাড় গড়া
নিত্য যেন কর্ম। অর্থে যে পাহাড় সম
মান্য করি তারে,
জ্ঞানীর জ্ঞানে মূল্য নেই
অজ্ঞের কাছে

