বড্ড স্মৃতিভ্রম হচ্ছে ইদানিং আমার
যান্ত্রিক শহরে এসে সব ভুলে যেতে বসেছি আমি
এখন আর ঘুম ভাঙ্গেনা দোয়েল কয়েল শালিক আর ময়নার গান শুনে!
ভুলতে বসেছি মধ্যরাতে ঝিঝির মিষ্টি-মধুর ঘুম পাড়ানি সুর।
আমি এখন হয়তো আর পরখ করতে পারবো না; কোনটি শালিক কোনটি ময়না!
কলমিলতার ফাঁকে ফাঁকে ডাহুকের
নাম তার সুদীপ্ত চৌধুরি। তিনি একজন শিক্ষক। তাও আবার প্রবাসী বিদ্যায়তনে চাকরি করেন। স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। স্যারের আত্মসম্মান বোধটা একটু বেশি। কোন অভাব অভিযোগ কারো সঙ্গে সহজে শেয়ার করতে পারেন না। তাই সবাই ভাবে, স্যারের অনেক কিছু আছে। প্রবাসের মাটিতে কোন কিছুর অভাব হয় নাকি?
কিন্তু
পেইজে একসাথে পনেরটি লেখা প্রদর্শিত হয়। এই পনেরটি লেখার মধ্যে একজনের চার পাঁটটি লেখা কম সময়ের মধ্যে পোস্ট করলে অন্যের লেখা দ্রুত আড়ালে চলে যায়। আসুন লেখা পোস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হই।
আমার অনাদি অস্থি জুড়ে বিস্তার লাল-সবুজের
এমন বিমোহিত করা রঙ কোথাও দেখিনাকো আর
হাজার নদী পাড়ি দিয়েছি; অকূল পাথার
বিত্তের মাঝেও নেই উল্লাস; শ্যামলিমার মত তোমার।
চোখে ভাসে আজো উত্তরী উড়িছে দখিনা বাতাসে
যেমন ভেসে বেড়ায় শঙ্খচিল; বাধাহীন মুক্ত আকাশে,
ঘাসফড়িং রচিছে বাসর সবুজ ঘাসে স্বাধীন ভূমে
বারণ নেই তার হারিয়ে
দেবদারু তলায় প্রায় দেখা হতো এক বৈষ্ণবীর সনে
ব্রত ছিল তার মজিবে না আর কোন পুরুষ প্রেমে;
ছিল এক বামন ঠাকুর; কেঁড়ে নিল তার সব জীবন-যৌবন
সে হতে বৈষ্ণবী; ঘুরে দেশে দেশে, নিয়ে সন্ন্যাসি মন ।
ভাঙতে বৈষ্ণবীর ভ্রম, সেজেছিলাম সাধুজন
ব্রত নিয়েছিলাম কভু হানিবো না আঘাত, হবো বিশ্বাসী
হবো এবার বিসুভিয়াসের অগ্নি উদগিরিনী বান
পুড়ে যাবে যত জ্বালা যন্ত্রণা; হবো অনির্বান-
কুইনান গিলে নেবো, অমৃত সুধা মেলেনি যখন;
নিরন্তর মরুর বুকে হেটে চলি উদ্ভ্রান্ত পথিক যেমন।
সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে
এসো আবার তারুণ্য দীপ্তকণ্ঠে করি উচ্চারণ-
এই মাটি আমার
এই ভূখন্ড আমাদের চেতনার দামে কেনা
প্রতিটি ইঞ্চির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে আমাদের।
চাই না কোন সান্ত্রি কাপুরুষের আস্ফালন-
কান পেতে আজো শুনতে পাই, নুরলদিনের আর্তচিৎকার ‘জাগো বাহে’
চোখ বুজলেই দেখতে পাই আসাদের রক্তে রঞ্জিত
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৯০২ বার দেখা
| ১০৭ শব্দ ১টি ছবি
তুই কি আমায় বাসবি ভালো শর্ত ছেড়ে মুক্ত মনে
তুই কি আমার সঙ্গী হবি দুর্যোগে আর জলোচ্ছ্বাসে
হৃদয়ে জমিন বিছিয়ে দিবি; স্বর্গ সুখে ঘুমিয়ে নিতে
আমার চাওয়া, তোর চাওয়াতে মিলে মিশে পথ দেখাবে।
বন্ধু, আমি ডাকছি তোমায়-
বাধার দেয়াল ছিন্ন করে আয় ছুটে আয়,
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫১৭ বার দেখা
| ১০৯ শব্দ ১টি ছবি