জগৎ ভুলে যায় যাক; কিছুই যায় আসে না তাতে
জ্যোতিময় চাঁদনি রাতে আসুক ঝড়; আকাশ-পাতাল ভেঙে
ধরণী কেঁপে ওঠুক রিক্টার স্কেলের সর্বোচ্চ মাত্রা ছুঁয়ে
ধ্বংস হয়ে যাক ত্রিভূবন প্রকৃতির নিয়মে!
নদী হারিয়ে যাক সাগর মায়ায়, বিসর্জনে হোক স্বধর্মচ্যুত
চিরহরিৎ অরণ্যে অগ্নিশিখায় হোক ভস্মিভূত
বৈশাখি ঝড়ের তান্ডবে ভেঙে পডুক সপ্ত আসমান
রাত্রির