বদ্ধ জানলা, আর চার দেয়ালের মাঝে
তুমিহীন আমার দিন হয়তো যেতই চলে
কিন্তু জান? ইচ্ছেরাও আর শাষন মানেনা,
যেদিন থেকে তুমি প্রেমিক হলে।
তোমার আগে কোনো পুরুষ আমাকে
এত ভেঙেচুরে ভালোবাসেনি,
আমার সমস্ত ভালোলাগার প্রতি এতটা যত্নবান হয়নি।
জানি তুমি চায়ের শ্রেষ্ঠ প্রেমিক
কিন্তু আমার প্রতি প্রেমটা তার চেয়ে বহুগুণ অধিক
এত ভালোলাগা ভালোবাসা, এত অনুভূতি, এত আবেগ, এত কল্পনা,
এত অপেক্ষা – সবকিছু নিয়ে দূরে থাকাটা ভীষণই কঠিন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখ
তুমিহীন আমার আর আমিহীন তোমার
কষ্টের হলেও বেশ কাটছে দিন।
দিনান্তে কিংবা ঘুমহীন চোখের অপেক্ষাদের শুধু
কল্পনাতেই যত অভিমান আর রাগ।
তাই আমার সমস্ত প্রেম কবিতা হয়ে
তোমার ওই ডায়েরির ভাজে বেচে থাক।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
Excellent
loading...
Dhonnobad
loading...
প্রেমটা কবিতা হয়েই বেঁচে থাক। নিশ্চয়ই কবি, এই প্রত্যাশাই রাখি। শুভেচ্ছা।
loading...
Dhonnobad
loading...