মশিউর রহমান-এর ব্লগ
বিদায় বেলায়...
বিদায় বেলায়- যে কথা গুলি বলেছিলে তুমি দু’চোখের ভাষায়
আজও তা যায়নি মুছে – আছে অমলিন আমার হৃদয়ের পাতায়।
তারপরে আরও ভালবেসে আরও কাছে এসে- নাই’বা পড়ালে মালা
হাত ধরে পাশাপাশি- সুখে আর দুখে নাই’বা হলো দুজনার পথচলা
তবুও আমার যত আবেগ যত ভালবাসা সব কেবল তোমাকেই ঘিরে
ভেসে পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৮৯ বার দেখা | ৭০ শব্দ
আমি যতবার তাকাই
আমি যতবার তাকাই আমি যতবার তাকাই ঐ ছবিটির দিকে
অজানা এক ভাব তন্ময়তা আমায় আচ্ছন্ন করে
হারিয়ে ফেলি নিজেকে তার মুখয়বে-
দেখতে পাই বাংলার সচিত্র মানচিত্র
সবুজ বনাঞ্চল, অবারিত ফসলের ক্ষেত,
খাল-বিল, নদী-নালা, পাহাড়-সমুদ্র,
ফুল-ফল, পাখি-পাখালী, চাঁদ-সূর্য-
চাষা-মজুর-মেটেদের স্বপ্ন বুনন আমি যতবার তাকাই ঐ ছবিটির দিকে
অজানা অস্ফুটন সুর আমায় টানে
দেখতে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৩ বার দেখা | ১১৪ শব্দ ১টি ছবি