করোনা ভাইরাস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা

বিগত কয়েকমাস ধরে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বস্তুটির নাম নভেল করোনা ভাইরাস। ভাইরাসটির উৎপত্তি স্থল শুরুতে শুরুতে চীন থাকলেও এখন সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট করোনা ভাইরাস সম্পর্কিত কেস পাওয়া গেছে ৩৪০৪০৮টি। যেখানে মারা গিয়েছেন ১৪৫৭৩ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, ৯৭৫৭১ জন মানুষ। বর্তমানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২১৭৬৪২ এবং মুছে দেয়া মামলার সংখ্যা হচ্ছে ১১২১৪৪টি। এখানে কয়েকটি দেশের করোনা আক্রান্ত ব্যাক্তিদের পরিসংখ্যান তুলে ধরা হলোঃ

করোনায় বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ইতালী। সবচেয়ে বেশী সংখ্যক মানুষ মারা যাওয়ার দরুন সকল দেশকে ছাড়িয়ে প্রথমে অবস্থান করছে ইতালী। দিনের পর দিন দেশটি ভয়াবহতার দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ৬৫১ জন ব্যক্তি মারা গিয়েছেন সেখানে। একেরপর এক স্বজন হারাতে হারাতে জনমনে আতঙ্ক আর উৎকণ্ঠা যেন আরও কয়েকগুনে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে দুই মিনিট অন্তর একজন করে মারা যাচ্ছেন সেখানে। এখন ইতালী যেন এক মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সঙ্কট দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনগণকে মনোবল ধরে রাখার জন্য প্রতিদিন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এদিকে ফেসবুকে তার একটি হৃদয় বিগলিত করার মতো বক্তব্য পাওয়া গিয়েছে। সেটা ছিলো, এখন আকাশই একমাত্র ভরসা। জানি না এই ম্যাসেজের সত্য-মিথ্যা। তবে একটা উন্নত রাষ্ট্র হয়েও ইতালীতে এমন একটি অবস্থা তৈরি হবে কেউ কি ভেবেছিলো কখনও। আল্লাহ তাদের ক্ষমা করুক।তাদের সহায় হোক।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৩-০৩-২০২০ | ১৫:১৩ |

    Wow, very sad.

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৩-০৩-২০২০ | ২৩:০৯ |

      ওয়াও কেন? 

       

      এটা মুগ্ধকরার মত তথ্য নয়।এটা অবাক করার মত তথ্য।ওয়াও আর সারপ্রাইজড এর মাঝে তফাৎ বুঝতে হবে। 

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৩-০৩-২০২০ | ১৯:১৫ |

    ঈশ্বর আমাদের সহায় না হলে এই যাত্রা সহজে বাঁচার উপায় নেই। Frown

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৩-০৩-২০২০ | ২৩:১০ |

      মনোবল রাখুন সৃষ্টিকর্তার সাহায্য বেশী দূরে নয়। 

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ২৩-০৩-২০২০ | ২০:২২ |

    আমরাও ভয়ানক বিপদে আছি। Frown

    GD Star Rating
    loading...