ঠিক একদিন চলে যাব
সব সুখ ভালোবাসা, আর
দুঃখ কষ্টকে সাথী করে।
চলে যাব বসন্তের বাতাসে মত
চলে যাব গোধূলি রক্তিম আলো অঙ্গে মেখে।
অবক্ষয়ে সুর বুকে নিয়ে চলে যাব যে দিন
তোমার অমলিন লাজুক হাতের ইশারা,
বাঁকা চোখের শাসন আমাকে ফিরাতে পারবে না।
আমাকে নিয়ে যাবে কোন
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৯৮ বার দেখা
| ১৬৬ শব্দ ১টি ছবি
মুক্তাগুলো অশ্রু হলো আজ
পরবে কোথায় ময়ূরকণ্ঠী হার?
চোখের কোণে এক সাগরের জল
হৃদয় তবু সাগর জাহাজ খোঁজে।
পাল ছেঁড়া সেই জাহাজ সাগর জলে
খুঁজেফিরে ছোটো কোনো দ্বীপ,
কম্পাসটি তার কাজ করে না আজ
কী লাভ বলো অভিমানী হলে?
ফুলের বুকে লুকিয়ে থাকা ভ্রুণ
পায় কী সদা মেঘপরীদের দেখা?
কিছু
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৩০ বার দেখা
| ১০২ শব্দ ১টি ছবি
পাল্টে যাওয়া নদীর শরীর আজ
জোয়ার ভাটায় মাটির শরীর ভাঙ্গে,
অঙ্গনে থাকা কনক সুগন্ধ হৃদয়;
থেকে থেকে সুখের স্বপ্ন আঁকে।
স্বপ্নে দেখা সকল সুখের দিন
বসবাস করে প্রলয় জতুগৃহে
সব সুখ বন্দী হয় না খাঁচায়
কিছু ভালোবাসা শব হয়ে যায় ভুলে।
অতলান্ত শব্দের গভীরতায়
জীবন তৃষ্ণা আঁধারের পথে
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৩৮ বার দেখা
| ১০২ শব্দ ১টি ছবি
বুকে জমে আছে শ্রাবস্তীর ইতিহাস
বয়ে গেছে কত অলকানন্দার জল
ভেসে যাওয়া দিনের শুভ্র মেঘের দল
শ্যামল গাঢ় হয়ে ঝরে ঝড়ের কোলাহলে;
বেঁচে থাকা দিনে তপ্ত বালির দহন
থেকে থেকে আজ জীবনের কথা বলে।
কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
পার্থিব সুখ
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১২৯ বার দেখা
| ৯৩ শব্দ ১টি ছবি
এই বসন্তেও আমার আরো একটি পালক খসে পড়েছে
শুক্লা দশমীর আদুরে চাঁদ যেমন তাঁর রাত কাটিয়ে
হেঁটে যায় শেষ মৃত্যু পূর্ণিমার দিকে ঠিক তেমনই
এই আলোর অানন্দ শেষে শুরু হবে নূতন যাত্রা
হীম অাঁধারে পথে অনুভূতিহীন শরীর ফেলে রেখে
হেঁটে হেঁটে চলে যাবো কোন কল্পিত
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩০১ বার দেখা
| ১৫৫ শব্দ ১টি ছবি
অামার একটি দুপুর নূপুর পায়ে
সন্ধ্যা তারা খোঁজে
আমার এক বিকেলে উদাসি হাওয়া
হৃদয়ের ঘরে তোমাকে না বোঝে।
আমার তুলসি তলার সন্ধ্যা প্রদীপ
রাত জেগে যায় সুখের আশায়
আমার মন গহীনে স্বপ্নের নদী
ভর দুপুরে দু’কুল ভাসায়।
আমি সকালবেলা দুপুর হারাই
সন্ধ্যাকালে রাত
আমি পূবের আলো পশ্চিমে পাই
এমনই বরাত।
আমি জাগরণে
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৭০ বার দেখা
| ৬৯ শব্দ ১টি ছবি
অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
দেখতে পাবে তোমার কপালের মাঝ বরাবর
লাল টিপটি আর নেই।
আমাকে ফিরিয়ে দেবার পরে, তোমার
অনুভুতি গুলো হারাবে তার উষ্ণতা
নরোম বিছানায়, বালিশে আর আরাম কেদারায়।
আমি ফিরে আসার পরে, তোমার
কটিবন্ধনীতে থাকা চাবির গোছা
খসে পরবে সুতীব্র চিৎকারে জীবনের
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩০২ বার দেখা
| ১০২ শব্দ ১টি ছবি