এই বসন্তেও আমার আরো একটি পালক খসে পড়েছে
শুক্লা দশমীর আদুরে চাঁদ যেমন তাঁর রাত কাটিয়ে
হেঁটে যায় শেষ মৃত্যু পূর্ণিমার দিকে ঠিক তেমনই
এই আলোর অানন্দ শেষে শুরু হবে নূতন যাত্রা
হীম অাঁধারে পথে অনুভূতিহীন শরীর ফেলে রেখে
হেঁটে হেঁটে চলে যাবো কোন কল্পিত
অামার একটি দুপুর নূপুর পায়ে
সন্ধ্যা তারা খোঁজে
আমার এক বিকেলে উদাসি হাওয়া
হৃদয়ের ঘরে তোমাকে না বোঝে।
আমার তুলসি তলার সন্ধ্যা প্রদীপ
রাত জেগে যায় সুখের আশায়
আমার মন গহীনে স্বপ্নের নদী
ভর দুপুরে দু’কুল ভাসায়।
আমি সকালবেলা দুপুর হারাই
সন্ধ্যাকালে রাত
আমি পূবের আলো পশ্চিমে পাই
এমনই বরাত।
আমি জাগরণে
অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
দেখতে পাবে তোমার কপালের মাঝ বরাবর
লাল টিপটি আর নেই।
আমাকে ফিরিয়ে দেবার পরে, তোমার
অনুভুতি গুলো হারাবে তার উষ্ণতা
নরোম বিছানায়, বালিশে আর আরাম কেদারায়।
আমি ফিরে আসার পরে, তোমার
কটিবন্ধনীতে থাকা চাবির গোছা
খসে পরবে সুতীব্র চিৎকারে জীবনের
বেদনা আর সম বেদনা দিয়ে কি হবে আর, সময় তো আসবে না ফিরে
সাথে নিয়ে মৌ-মাছিদের প্রান; সময় তবে কি পেরেছে কবে;
সময় শুধু পোশাক তৈরীর ক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে,
পরিপত্র দিয়ে এখন আর কিছু পরিবর্তন সম্ভব নয়।
জীবন এখন বাঁওড়ের মাঝে স্থীর, মানুষে চাতুর্যতা
এখন প্রতিজিহবায়
ভালোবাসার নদী
ভালোবেসে একটা নদী চেয়েছিলাম
যার পার ছুঁয়ে জেলেদের ঘরবাড়ি থাকবে,
সরল বিশ্বাসে পুরুষের শরীর পেতে দেবো সেই
চপলার কাছে। তোমার নদী নদী মন আমাকে ভাসাবে,
আমাকে ডুবাবে, জোয়ারে কাছে টানবে, ভাটায়
একটু দূরে ঠেলে দেবে, ঠিক নদী যেমন করে তার উপরে
ভেসে থাকা বারোয়ারি পূজার
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১১৬৪ বার দেখা
| ১৪৮ শব্দ ১টি ছবি
তারপরে
বিবর্তনবাদ খুবলে খেয়ে যায়
উড়তে থাকা অনুভুতির পাখনা;
মুখ থুবড়ে পড়ে থাকা শরীর
হারায় উষ্ণতা,
মগজের কোষে যাদুমন্ত্র গুলো
নিজেকে জাগাতে নির্ভরতা ছোঁয়া খোঁজে নাগপাশে,
আর আমি তুমি কিংবা আমরা মানসিকতাকে দ্বায় চাপিয়ে
দাবা খেলার দায়িত্ব থেকে মুক্তি নেই।
তারপরে
কেউ চলে গেলে পিপাসায় জেগে উঠি মাঝরাতে,
পাশের বালিশে
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭৭ বার দেখা
| ৮২ শব্দ ১টি ছবি
আমার দরজায় কেউ একজন কড়া নেড়েছিলো
সে তুমি নও অন্য কেউ, হয়তো মাঘের শীত।
তখন আমি অাবৃত ছিলাম পশমি পাখির পালকে,
সকালের অালস্য ভেঙে জেগে উঠতে পারিনি যেমন
জেগে ওঠে সকালের কচি রোদ লাজুক পাতার ফাঁকে।
জীবনের বাঁকে জমেথাকা প্রতিটি ঋতুই একটি অতিথি পাখি
তোমারই মত
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৮৮ বার দেখা
| ১৬৭ শব্দ ১টি ছবি
স্বাধীনতা মানে উদাম শরীর
স্বাধীনতা মানে ঘুড়ি,
স্বাধীনতা মানে নাটাই তোমার
আমি সারাদিন উড়ি।
স্বাধীনতা মানে সাতনড়ি হার
ঝুলে থাকা বুকের মাঝে,
স্বাধীনতা মানে উদাস দুপুর
কিছু কথা কানেকানে।
স্বাধীনতা মানে জননীর মুখ
শুভ্র সকালবেলা,
স্বাধীনতা মানে শুক্রবারে
সব কিছু হেলাফেলা।
স্বাধীনতা মানে পতাকা হাতে
সোনার বাংলা গান,
স্বাধীনতা মানে ঝরে যাওয়া সুখ
ত্রিশ লাখ
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭৭ বার দেখা
| ৬১ শব্দ ১টি ছবি