কোন এক আধো অন্ধকার ভোরে,
শিউলী ঝরা সকালে, চলে যাবো অজান্তে,
অন্যলোকে, অন্য ভুবনে।
চলে যাবো নিশ্চয়।
সাদা সাদা শিউলী তে ভরা রাংগা ধুলার পথ,
শিশির ভেজা ঘাসের ডগা,
অথবা রাতভোরে-
ডেকে উঠা কোন এক গৃহস্থের মোরগ,
আমার চলে যাবার সাক্ষী হয়ে রবে নিরবে।
এই ঘর, এই সংসার,
এই রাষ্ট্র, এই রাজনীতি,
এই সমাজ, এই রক্তের হানাহানী,
সব কিছু ফেলে রেখে চলে যেতে চাই,
চলে যেতে চাই এক হিম শীতল দেশে।
যেখানে হৃদয়ের তন্ত্রীতে বাজে না –
কোন সুখ – দুঃখের কাড়া- নাকাড়া,
চোখের কোনে আসে না কোন জল,
ভালোবাসার সুখেতে কোন হাসির ফোয়ারা।
শিউলী ঝরা ভোরেই আমি চলে যেতে চাই,
চলে যেতে চাই মায়া মমতার প্রহসন ছাড়িয়ে,
যেতে চাই যাবতীয় কষ্টের সীমানা পেরিয়ে।
কোন এক অজানা নক্ষত্রের অজানা গ্রহে,
সীমাহীন সুন্যতার এক সীমাহীন জগতে,
যেখানে শুরু আছে, শেষ নেই।
যেখানে যাওয়া আছে, ফেরা নেই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন এক অজানা নক্ষত্রের অজানা গ্রহে,
সীমাহীন সুন্যতার এক সীমাহীন জগতে,
যেখানে শুরু আছে, শেষ নেই।
যেখানে যাওয়া আছে, ফেরা নেই।
loading...
কবিতাটি পড়লাম কবি।
loading...
ধন্যবাদ।
loading...
শুভেচ্ছা কবি দা।
loading...
সুন্দর।
loading...