সখিনা, আমারও জল আছে, যতটুকুন জল থাকলে
নিদেনপক্ষে ডুবে মরা যায় ততোটুকুন জল আছে
তাও ভালো এইসব নাদান জলেরা ছল বুঝে না
বুঝে না মানুষের দাবারঘুটির মতোন জটিল পরিচয়
তবুও ভালো জল মানুষের মতোন দ্বিচারিণী নয়!
আমার জল আছে..যেই জলের ছায়ায় হাঙর বাঁচে
সেই জলের ছায়ায় নরখাদক কুমির আসে কাছে
তবে ওরা ক্ষিধের তাড়না পেলেই কেবল খায়
আর মানুষ… ক্ষিধের তাড়না ছাড়াও খাবলায়!
মানুষের ক্ষিধে যতোটা পেটে তারচেয়েও ঢের বেশি
মুখে, বুকে, পিঠে, হাতে, পায়ে আর যমজ চোখে..
ক্ষিধায় তাদের ক্ষিধে বাড়ে.. পোড়বাড়ির ঘাটে
এমনকি রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির মাঠে
তবুও বানের জলের যেমন একেবারে সাদাসিধা মুখ
তেমনি…আমারও কোনো বল নেই, ছলও নেই
তবে আমার জল আছে, আছে সমাহিত জলের চোখ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আমারও জল আছে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমারও কোনো বল নেই, ছলও নেই
তবে আমার জল আছে, আছে সমাহিত জলের চোখ!
loading...
অনিন্দ্য সুন্দর লেখা ।
তৃপ্ত সহকারে পাঠ করলাম।
loading...