একদিন পথ যেখানেই পেতে দেবে নোঙর..
সেখানেই আমার ঠিকানা, অতঃপর সেখান
থেকেই আবার শুরু হবে নতুন স্বপ্ন বোনা;
জালি লাউয়ের মাচা বেয়ে একদিন অংকুর
হবে ময়না, টিয়া; বসবে ফুল ও ফসলের
বাসর; রচিত হবে মেদহীন নতুন সভ্যতার
ছায়াপথ, পাখির কাকলিতে মুখরিত হবে
উজান গাঁয়ের মেঠোপথ, সবুজের রোদে
মাখামাখি হবে কবিতার মাঠ, পথ-ঘাট কথা
বলবে অনাগত বসন্তের হাট…!
যখন এই দুর্দিনে বসে লেখা আমার কবিতা
গুলো ফেরি হবে নিশ্চিন্তপুর; পক্তিতে পক্তিতে
মেতে উঠবে নিঝুমদ্বীপ, তখন এই কুক্ষণে
লেখা যত্তো সব দুর্বাসা মুনি তারাও পালানোর
কোনো পথ পাবে না….. তবে কি সেদিন
অবরুদ্ধ বোধের দরজায় কড়া নাড়বে রোদ্দুর
নাকি আমার দুরগামী চোখ তখনও সমুদ্দুর?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অনাগত বসন্তের হাট,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পক্তিতে পক্তিতে মেতে উঠবে নিঝুমদ্বীপ, তখন এই কুক্ষণে
লেখা যত্তো সব দুর্বাসা মুনি তারাও পালানোর
কোনো পথ পাবে না…
loading...