৪-৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
আমার কথা বন্ধু তোদের
আছে কি ওই মনে,
আমি কিন্তু তোদের কথা
ভাবি প্রতিক্ষণে।
হাসি মজার প্রহর গুলো
দিয়েছি ওই পাড়ি,
কোনো কিছু না পেলে ওই
ধরতাম ভীষণ আড়ি।
কর্মব্যস্ত শহরবাসী
হয়ে গেছিস তোরা,
গাঁয়ে একলা পড়ে আছি
নেই তো কোনো জোড়া।
নিত্য দিনে নিত্য ক্ষণে
পথটা চেয়ে থাকি,
কবে আসবি সেই প্রতীক্ষায়
বুকে আশা রাখি।
আমার হিয়া তোদের জন্য
আজও কাঁদে তবে,
আমায় যাদের নেইতো মনে
দাম্ভিক তারা ভবে।
রচনাকালঃ
১২/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মনে কি পড়ে বন্ধু,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর ছড়া তবে ছড়া হবে দেশপ্রেমের জন্য কবি দা দেশত্ব প্রেমের ছড়া হোক
loading...
চেষ্টা করব।
শুভকামনা রইল প্রিয় কবি।।
loading...
আমার হিয়া তোদের জন্য
আজও কাঁদে তবে,
আমায় যাদের নেইতো মনে
দাম্ভিক তারা ভবে।
loading...
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল প্রিয় কবি।।।
loading...