৪+৪/৪+২
ভয় করি না ভুতকে দেখে
তাবিজ আছে কাছে,
তাবিজ দেখে খাবি খাচ্ছে
ভুতেরা জাম গাছে।
ছেলেবেলায় গ্রামের পথে
শুনছি ভুতের কথা,
গাছে উঠতে ভয় যে লাগে
ওই না যথাতথা।
একলা একলা রাতের বেলা
চলতে গেলে কভু,
মনের মধ্যে ভুতের ভয়টা
চলে আসে তবু।
মনের ভয়ে কাপে দিলটা
তাবিজ থাকুক যত,
তাবিজের ওই গরম দেখে
ঘুরে চলি শত।
যতই থাকুক মনে শক্তি
তাবিজের ওই জন্য,
ভুতের গল্প শুনে শুনে
জীবনটা রে ধন্য।
রচনাকালঃ
১৯/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
তাবিজের জন্য সাহস,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভ কামনা প্রিয় কবি। শুভ দিন।
loading...
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
loading...