স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১
মুখখানা তার চাঁদের মতো
দীঘল কালো কেশ,
হাসির রেখা দেখে সবাই
বলবে আহা বেশ।
ভ্রমর কালো নয়ন দুটি
নেইকো তাতে লাজ,
ছোট্ট পাখির মতো সদা
করে শুধু কাজ।
বাবুইপাখির মতো তারই
সুনিপুণ ওই ঘর,
পিপীলিকার মতো মায়া
নাইতো কেউ যে পর।
কচি পদ্মের মতো তারই
হৃদয় জুড়ে সুখ
চিরল দাঁতের মৃদু হাসি
দূর করে দেয় দুখ।
কোকিল পাখি মতো তারই
মিষ্টি মধুর গান,
সেই গানেতে গাঁয়ের লোকের
বিভোর করে প্রাণ।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
সফল নারী,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পদ্যে সুন্দর সম্মিলন উপহার দিয়েছে প্রিয় কবি অপূর্ব। শুভ সকাল।
loading...