৪+৪/৪+২
রাতেরবেলায় গগন জুড়ে
অজস্র তারা মেলা,
তার নিচেতে জোনাক পোকা
দেখায় আলোর খেলা।
ঝোপের ঝড়ে সন্ধ্যা বেলা
জোনাক পোকার আলো,
তার আলোতে দূর হয়ে যায়
সব ধরনের কালো।
জোনাক হলো আলো পাখি
সদা ঘুরে চলে,
সেথায় বসে হেথায় বসে
নানা খেলার ছলে।
পুচ্ছে তাহার নীল আলোটা
সুন্দর লাগে তবে,
জোনাক শুধু আলোর জন্য
এসেছে এই ভবে।
সৃষ্টিকর্তার অপরূপ লীলা
লাগে তবে ভালো,
জোনাক পোকার আলো দেখা
প্রাণে আলো জ্বালো।
রচনাকালঃ
৩০/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
জোনাকি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবি দা বেশ ছন্দময় প্রকাশ
loading...
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
loading...
সৃষ্টিকর্তার অপরূপ লীলা
লাগে তবে ভালো,
জোনাক পোকার আলো দেখা
প্রাণে আলো জ্বালো।
loading...
চমকপ্রদ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।
loading...