৪+৪/৪+১
নতুন ছন্দে মন আনন্দে
লিখবো আমি গান,
যে-ই গান ভাই শুনে সবার
জুড়াবে মন প্রাণ।
গানের অন্তর মেলানো ভাই
অতি সহজ নয়,
তাল লয় যেজন সৃষ্টি করে
ভালো গায়ক কয়।
একতারার ওই সুরে তালে
ধরে গান’রে সব,
নাচে স্বর্গ নাচে মর্ত্যে
গানে খুঁজি রব।
প্রেম বিরহের কত গানে
তুলতে হবে সুর,
না পারলে ভাই গায়ক কবে
রাখবে বহু দূর।
জীবনমুখী গান কবিতা
জীবনমুখী সুখ,
জীবন মুখে দাঁড়িয়ে রয়
শুধু কষ্ট দুখ।
রচনাকালঃ
০২/০৭/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অপরূপ গীতি কাব্য। অভিনন্দন প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
loading...
শুভকামনা রইল
loading...
এটা এভাবেই জীবনের জীবনমুখী গান। শুভকামনা সবসময়।
loading...
হুম।।।
শুভকামনা রইল সতত।।।
loading...