ফধরাতে বসন্তের আগমনে
গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান,
পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে
ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়,
বাসন্তী ফুলের সৌরভের কাছে,
মৌমাছির গুঞ্জন অজস্র।
পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট,
যখন কোকিল তার শাখে বসে গায়।
বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে,
রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার
পত্রের শোকে।
রচনাকালঃ
১০/০২/২০২১
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্যি অসাধারণ উপস্থাপন, করলেন মুগ্ধ হলাম
বেশ লিখেছেন কবি অপূর্ব। ধন্যবাদ আপনাকে।
সম্ভব হলে শব্দনীড়কে একটু বেশী সময় দেবেন আশা করবো।