আমি দুর্বার, আমি দুর্বার
আমি সব অন্যায় অবিচার ভেঙে করি চুরমার।
আমি মানি তো না কারো কালো আইন
যদি আমার সামনে থাকে ভয়ানক মাইন।
আমি তো শূচি শুদ্ধ পাখি চাতক
আমায় বলতে পারে না কেউ ঘাতক।
আমি তো অশনি সংকেতের ঝংকার ধ্বনি নয়
করি পদতলে নিষ্পেষিত অসুর দৈস্য হায়েনায়।
রচনাকালঃ
২৭/১২/২০২০
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমি তো অশনি সংকেতের ঝংকার ধ্বনি নয়
করি পদতলে নিষ্পেষিত অসুর দৈস্য হায়েনায়।
শুভকামনা রইল কবি