ছোট্টো ছোট্টো ছন্দে
মনের আনন্দে
গেয়ে যায় গান
তাতে জুড়ে মোর
বিভোর প্রাণ।
কখনো মনে জাগে
প্রেমের বিরহে কবিতা
উদাস মনে আকি
আপনজনের স্নেহের সেই ছবিটা।
ছোট্টো ছোট্টো
মনের আশা
ঘুরে বেড়ায় শূন্যে,
বিরহ অনলে পুড়ে
এখনো বেঁচে আছি
ওগো, প্রেয়সী শুধু তোমারিই জন্যে।
রচনাকালঃ
২০/০১/২০২১
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর সুর ছন্দ কবি
শুভকামনা রইল
লিখাটি ভালো হয়েছে কবি অপূর্ব। অভিনন্দন।
হুম ঠিক
শুভকামনা রইল
চমৎকার প্রকাশ I মুগ্ধতা অপরিসীম।️
বিরহ অনলে পুড়ে
এখনো বেঁচে আছি
ওগো, প্রেয়সী শুধু তোমারিই জন্যে।
দারুণ লিখেছেন…
অপূর্ব মন্তব্য
শুভকামনা রইল
চমত্কার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো।
দারুণ মন্তব্য
শুভকামনা রইল