আমি একদিন গ্রামের পথে পুলকিত মনে
দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে মাটির প্রাণে তাকিয়ে
দেখলাম গ্রাম্য প্রকৃতির অপরুপ লীলা
মাছরাঙা মাছ ঠোঁটে নিয়ে যায় নীড়ে
আমার আপনজনে আমি পায় ফিরে
শরতের কাশফুল আর শুভ্র মেঘের ভীড়ে।
গ্রামের পথে পুলকিত মনে হাঁটতে হাঁটতে
আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ আর নক্ষত্র
বৃক্ষ তরুলতা কীটপতঙ্গকে জিজ্ঞেস করলাম
আমিকে আমায় কি তোমরা চেনো
সকলে একবাক্যে উত্তরে বলল
হ্যাঁ, হ্যাঁ তোমায় আমরা চিনি,
তুমি জাতি হিসেবে বাঙালি
মুজিব তোমার পিতা
বাংলা তোমার ভাষা
যে ভাষাতে মিটাও তুমি
নিত্য মনের নতুন আশা।
রচনাকালঃ
২১/০১/২০২১
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ ভাবে সাজিয়েছেন। একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
চমৎকার লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
শুভকামনা রইল