মার্চের আগমনে
বাংলার গগনে,
উঠেছিলে দুঃখের আর
কষ্টের রবি।
সেই দিনগুলাকে নিয়ে
লিখেছে নানা কবিতা
অজস্র কবি।
কেউবা লিখেছে
কালো অধ্যায়
লিখেছে কেউবা
কালো রাত,
সকল জরাজীর্ণ কাটিয়ে
বাঙালির আজ
উদ্যত হাত।
রচনাকালঃ
০৬/০১/২০২১
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দুখিনী এই মার্চ আমাদের দেখিয়েছিলো আলোর পথ। স্বাধীনতার সড়ক।
শুভকামনা রইল কবি
শুভকামনা
চমৎকার বিনম্র শ্রদ্ধা জানাই কবি
অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি
শুভকামনা রইল