এক সাগর রক্তের দামে
কেনা বাংলা
চাইলে পারে না কেউ
করতে হামলা।
বাংলা আমার মা বোনের ইজ্জতের
দামে কেনা
চাইলে থাকতে পারে না বাংলায়
কোনো হায়েনা
বাংলার মাটি শহীদর
রক্তে ভেজা
পারে না করতে চাইলে
যখন যে যা।
লাল আর সবুজের পতাকা উড়বে
বাংলায় যতদিন
মুজিব, মুজিব, মুজিব বাঙালি
বলবে ততদিন।
রচনাকালঃ
১৫/১২/২০২০
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লাল আর সবুজের পতাকা উড়বে
বাংলায় যতদিন
মুজিব, মুজিব, মুজিব বাঙালি
বলবে ততদিন।
শুভকামনা রইল
ভালো থাকুন সদা প্রিয় কবি
সুস্থ থাকুন
খুব সুন্দর কবি
দারুণ মন্তব্য
শুভকামনা রইল
অসাধারণ কথামালা
অনবদ্য মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল