আমি হব সবার সেরা
সবার আপনজন
সুখে দুঃখে থাকবো পাশে
এই আমার পণ।
খেলার সময় খেলব আমি
কাজের সময় কাজ
পড়ার সময় পড়ব আমি
নিতে তাতে লাজ।
গুরুজনদের করব শ্রদ্ধা
করব ছোটদের স্নেহ
আদর ভালোবাসায় জড়িয়ে দেব
সকলে আমার এই গেহ।
রচনাকালঃ
১৮/১১/২০১৯
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনেক সুন্দর ভাবনা কবি দা
শুভকামনা রইল
একরাশ শুভকামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
শুভকামনা রইল সতত