জাহাঙ্গীর আলম অপূর্ব-এর ব্লগ

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন।
তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা।
সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে।

* চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না ।
* আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

অদ্ভুত কবি
আমি কবি, আমি সেই কবি
যে কবিতার ছন্দ,তাল,লয় অলঙ্কার কিছুই জানি না।
তবুও কবিতা লেখার দুঃসাহস দেখাই
মনের মাধুর্য মিশিয়ে লিখি
মনের গোছালো অভিলাষ অবিরত।
জানি না, সেগুলো কি কবিতা ?
মনে হয় কবিতা নয়, অন্য কিছু।
তবুও লিখি,ছন্দ বিহীন পঙক্তি।
আমি কবি, আমি সেই কবি
আমি সেই অদ্ভুত কবি।
আমি দুঃখকে হিংস্র ভাবি
যার পড়ুন
কবিতা, ছড়া ও পদ্য | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৩ বার দেখা | ৭৯ শব্দ
সুখ উল্লাস
আর কতকাল দুখ সাগরে
ভাসবো আমি প্রভু,
দিবানিশি সুখ সাগরের
সন্ধান করি তবু। পাই না এই ধরার বুকে
একটু সুখের ছোঁয়া,
সুখবিহীন যে বৃথা জীবন
সবই কালো ধোঁয়া। অবাক চোখে যেদিক তাকাই
শূন্য দেখি সবই,
সুখের খোঁজে ক্লান্ত হয়ে
আঁকি নানা ছবি। সুখ উল্লাসে জীবনটাকে
মেতে রাখতে হবে, পড়ুন
ছড়া ও পদ্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৫ বার দেখা | ৫১ শব্দ
স্মৃতি প্রীতি
কিছু স্মৃতি কিছু প্রীতি
যায় তো না ভোলা,
মনের কথা যথাযথা
যায় না যে বলা। সুখের সাথে দিনে রাতে
চলতে হয় যে কভু,
হাসি মুখে সুখে দুখে
অবাক লাগে তবু। সুখী জনে নিত্য ক্ষণে
খেলে নানা খেলা,
সুখের সময় পুরো মৃন্ময়
ভাসে খুশির ভেলা। সুখের স্মৃতি দুখের প্রীতি
কষ্ট লাগে প্রাণে,
কত আশা কত পড়ুন
কবিতা, ছড়া ও পদ্য | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০১ বার দেখা | ৪৯ শব্দ
সমতার প্রাচীর
সমতার প্রাচীর ভেঙে
সম্পর্কটা পৌঁছায়েছে চরম শত্রুতায়।
যখন সম্পর্ক নিবিড় ছিল
তখন তিনি, অতি চমৎকার, চমৎকার কথা বলতেন
জীবন চলার গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন।
উচ্চাঙ্গ সংগীত তার প্রিয় ছিল,
পাখির কুজন ধ্বনি
তিনি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন।
সবচেয়ে পরিশ্রমী পরিকল্পনাকারী ছিলেন
কি দারুন শৈল্পিক সৃষ্টি।
একটু মতপার্থক্য,
প্রিয় অপ্রিয়তে পরিণত পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৪ বার দেখা | ৮৭ শব্দ
মেঘমালা
মেঘমালা
নীল আকাশের মাঝে
নীহারিকার সাজে
নিত্য দেখি তোরে,
কত সুন্দর তুই
স্বপ্নে তোকে ছুঁই
দিবার রাঙা ভোরে। নীলে নীলে ভেসে
কোথায় যাস তুই শেষে
জানতে আমি চাই,
কোথায় তোর ওই বাড়ি
পড়িস কি তুই শাড়ি
তোর উপমা নাই। রচনাকালঃ
২৯/০৬/২০২২ পড়ুন
ছড়া ও পদ্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৯ বার দেখা | ৩৩ শব্দ ১টি ছবি
জীবন ও স্বপ্ন
স্বপ্ন বিহীন জীবন
সৌরভ হীন পুষ্পের ন্যায়।
যা সহজে কেউ গ্রহন করে না,সদা বর্জনীয়।
যা জীবনের দীর্ঘ পথের বিচরণকে
কঠিন থেকে কঠিনতর করে। স্বপ্ন বিহীন জীবন
নদীর স্রোতে খড়কুটোর মতো উদ্দেশ্য বিহীন ভাসতে থাকে,
যা খুজে পায় না কূল বা ঠাঁই।
তাদের জীবনটা আবার-
বসন্ত দূতের ন্যায় পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৮ বার দেখা | ১২৮ শব্দ
ঈদের চাঁদ
৪৪/৪১ স্বরবৃত্ত ছন্দ আকাশ পানে তাকিয়ে খোকন
দেখছে ঈদের চাঁদ,
সেই খুশিতে দিশেহারা
চারিদিকে নাদ। মেঘলা আকাশ ঈদের চাঁদে
আনন্দের ওই বান,
খুশি মনে খোকন চলে
হর্ষে করে গান। বারে বারে খোকন বলে
কবে হবে ঈদ,
সেই খুশিতে খোকন সোনার
হয় না ভালো নিদ। ঈদের চাঁদে মন খুশিতে
সবাই পড়ুন
কবিতা, ছড়া ও পদ্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২০৬ বার দেখা | ৬৭ শব্দ
মিথ্যার চক্র
আমি আজ মিথ্যার চক্রে
ভীষণ ভীষণ পরিশ্রান্ত ।
চারদিকে শূন্য দেখি,শুধু মিথ্যার জন্য
মিথ্যার চক্রে জীবন নড়বড়ে
নেই কোথাও আশার আলো।
মিথ্যার চক্রে দেখি,
স্নেহ, ভালোবাসা সবই সবই মিথ্যা।
নেই তাতে কোনো সত্যের স্পর্শ
মিথ্যার জালে দগ্ধ সত্য। রচনাকালঃ
১৭/০২/২০২২ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯৬ বার দেখা | ৩৯ শব্দ
অবহেলা করো না, পড়ো
শিক্ষাকে অবহেলা করো না, সর্বনাশ হয়ে যাবে
শিক্ষা ছাড়া কোনো জাতি,
সভ্যতার শিখরে আহরণ করতে পারে না।
মনোযোগ সহকারে পড়ো। পড়ার মর্মার্থ বুঝে পড়ে
গবেষনা করে করে পড়ো। পড়ো, পড়ো এবং পড়ো।
দেখবে সফলতা আসবে। ব্যর্থতার কালো হাত স্বপ্নকে ধ্বংস করে।
জানি তোমার পড়তে ভালো লাগেনা পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯০ বার দেখা | ১১৫ শব্দ
জীবন যুদ্ধ
৪৪/৪৪/৪২ ত্রিপদী স্বরবৃত্ত ছন্দ জীবন যুদ্ধে ক্লান্ত ডানা
ইচ্ছে খুশি উড়তে মানা।
প্রাণে শুধু কষ্ট,
মনে জাগে কত আশা
বুকটা ভরা ভালোবাসা
স্বপ্ন গুলো নষ্ট। সুখের সাথে দুখের সাথে
চলতে হয় যে দিনেরাতে।
ক্লান্ত পথিক হয়ে,
প্রাণে আসে নানা বাধা
নোনা জলে হয় যে কাদা
দুখের তরী বয়ে। ঘাত পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৩ বার দেখা | ৮৩ শব্দ
শিক্ষার আলো
অক্ষর বৃত্ত ছন্দ ৮৬ জ্ঞান আহরণ করো নাও ভালো শিক্ষা
সত্যের পথেই চলো এটা হবে দীক্ষা।
হারিলে পেয়ো না ভয় করো তবে চেষ্টা
সফলতা আসিবে তো চেষ্টার শেষটা। জ্ঞান অর্জন করেই ছাড়ো তারই আলো
জ্ঞানের আলোতে যাবে পৃথিবীর কালো
কুপ্রথা দূর করিতে সবে মিলে চলো
শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩১ বার দেখা | ১২০ শব্দ
প্রেমিকা
৮৬ অক্ষরবৃত্ত ছন্দ যাকে আমি বাসি ভালো সদা পড়ে মনে
হোক সে তো যত কালো নিখিল ভুবনে।
নব নব স্বপ্ন আশা দিতে প্রিয়া তুমি
তারই জন্য আমি তবে তোমাকে তো চুমি।
হাতে হাত রেখে প্রিয়া ঘুরে কত বেলা
মন অভিলাষে মোরা খেলেছেি যে খেলা।
বলেছি বাঁধিবো ঘর দিয়েছিলে আশা
বলেছিলে হবে না পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৬ বার দেখা | ৬৮ শব্দ
সাহসী ছেলেদের জন্য
রফিক শফিক সালামদের জন্য বাঙালি
পেল মায়ের মুখের ভাষা,
সেই ভাষাতে মিটায় বাঙালি তাদের
নিত্য মনের আশা। বাঙালির স্বপ্নকে ভেঙ্গে দেওয়া ছিল
পাকিস্তানীদের কাজ,
জঘন্য এই কাজের জন্য পাকিস্তানীরা
পায়নি তো কভু লাজ। অন্যায়ভাবে বাঙালির উপর পাকিস্তানিরা
চালিয়েছে মেশিন গান,
রফিক শফিক সালামেরা নির্ভীক ছিল বলে
ভাষার পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৬ বার দেখা | ৮৪ শব্দ
কল্পনা নয়
৪৪/৪২ স্বরবৃত্ত ছন্দ কল্পনা নয় কল্পনা নয়
সত্যিকারের কথা,
পরীর দেশে ফুল কুড়িয়ে
গাত্র হলো ব্যথা। পরীর দেশে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
হরেক রকম প্রজাপতি
সেথায় করে খেলা। বাহারি ওই ঝর্ণা ধারা
থেকে থেকে ঝরে,
মিষ্টি মধুর ফলে ফুলে
আঁচল খানি ভরে। রচনাকালঃ
০৫/০২/২০২২ পড়ুন
ছড়া ও পদ্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৫৪ বার দেখা | ৩১ শব্দ
শূন্যতায় পূর্ণতা
আমি আজ শূন্যতায় পূর্ণতা খুঁজি
নিরাশার মাঝে দেখি আশার ক্ষীণ আলো।
আমি বেদনার কবি, বিরহের কবি
আমার হৃদয়ের অন্তঃপুরে দুঃখকে
অতি সমাদরে পুষি।
নিজের বক্ষ ভেদে বৃক্ষ যেমন মানুষেরে করে
পুষ্প দান, আমিও আমার জীবনের সর্বস্ব দিয়ে
পেয়েছি শুধু অপমান।
আমি নিস্তব্ধ নির্বাক কবি
কল্পনায় আঁকি প্রিয়জনের ছবি।
আমি পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২৬ বার দেখা | ৫৬ শব্দ