যে কবিতার ছন্দ,তাল,লয় অলঙ্কার কিছুই জানি না।
তবুও কবিতা লেখার দুঃসাহস দেখাই
মনের মাধুর্য মিশিয়ে লিখি
মনের গোছালো অভিলাষ অবিরত।
জানি না, সেগুলো কি কবিতা ?
মনে হয় কবিতা নয়, অন্য কিছু।
তবুও লিখি,ছন্দ বিহীন পঙক্তি।
আমি কবি, আমি সেই কবি
আমি সেই অদ্ভুত কবি।
আমি দুঃখকে হিংস্র ভাবি
যার

