পাহাড়ের স্নেহ আঁকতে গিয়ে খেই হারিয়ে ফেলি
দিগন্ত বিস্তৃত ক্ষেত, মাঝে মাঝে জলে ডোবা ধানজমি
আর পানের বরজ, আলের পথ পেরিয়ে দেখি পাহাড়।
কোনো ভাষা নেই, চলন নেই, কখনো সখনো ধস নামে।
কিছু বিলাসী বা ঘরহারা মানুষদের পাহাড়ের কোলে বসতি।
দূরে বৃক্ষের পল্লবে পল্লবে আনন্দের কেয়াধ্বনি,
নীলের সুদূর নভে মিলায়, কুসুম রাঙা আকাশ
জলের উপরে ছায়া বিস্তার করে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় আপনার শব্দবোধন আমাকে বরাবরই আকৃষ্ট করে প্রিয় কবিবন্ধু। শুভেচ্ছা।
শুভেচ্ছা ও নমস্কার বন্ধু ।
মনোমুগ্ধকর কাব্য I
অনেক ধন্যবাদ ।
বেশ ভাবনাময়
অনেক ধন্যবাদ কবি ।