CYMERA_20

হতাশার চাদরে স্বপ্ন
তবুও সাজিয়ে বহুদূর
চলতে চলতে হঠাৎ
পথের মাঝে ধর্ষণ,
ভাগ্য ছয় মাসের অন্তঃসত্ত্বা
জারজ হয়ে চাহিদার জন্ম,

এক একটি চাহিদা
অট্টহাসির আঘাতে
থেতলে গিয়ে পচন ধরেছে,
মুমূর্ষু
হয়তো এই পচন ক্যান্সারে
কেমোথেরাপিতে ন্যাড়া হবে
অথবা মৃত্যুপুরীতে
শেষ তীর্থ।

তবুও
এক চিমটি আশার উঁকিতে
মনের পরিত্যক্ত ভিটায়
আবার স্বপ্নের আবাস,
আরেকটু সময় মাঙছি
শত চেষ্টায়
ফুল ফোটাবো
যদি শেষবার কথা দাও।

VN:R_U [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
আশার উঁকি, 5.0 out of 5 based on 1 rating
FavoriteLoadingলেখা প্রিয়তে নিন

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। প্রকাশিতঃ ১. বেশ্যা এবং আমি ২. জীবনের বিবর্তন ৩. রাজনীতির ওপিঠ বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন, তসলিমা নাসরিন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

৩ Responses to আশার উঁকি

 1. ফয়জুল মহী বলেছেনঃ

  চমৎকার  একটা লেখা

  VN:R_U [1.9.22_1171]
  Rating: 0 (from 0 votes)
 2. মুরুব্বী বলেছেনঃ

  শুভেচ্ছা সহ শুভ সকাল কবি। ভালো এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  VN:R_U [1.9.22_1171]
  Rating: 0 (from 0 votes)
 3. নিতাই বাবু বলেছেনঃ

  দারুণ লিখেছেন, শ্রদ্ধেয় কবি। শুভকামনা থাকলো। 

  VN:R_U [1.9.22_1171]
  Rating: 0 (from 0 votes)

মন্তব্য প্রধান বন্ধ আছে।