ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।
ভুল করে ছিলাম আমি তোমায় ভালোবেসে
এখন আমার দিন রজনী কাটে কেঁদে কেঁদে।।
সুখের আশা করে আমি
দুঃখ শুধু পেলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।
ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।
ভুল করে বালুচরে বেঁধে ছিলাম বাসা
অচেনা মরুর ঝড়ে ভেঙ্গে দিল আশা।।
ফুলের আশা করে আমি
কাঁটা শুধু পেলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।
ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।
স্বপ্ন চারিণী হয়ে দেখালে স্বপন
ভেবে ছিলাম তুমি আমার কতনা আপন।।
জীবন নামের পরীক্ষাতে
শূন্য খাতা পেলাম।
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুধু ই কবিতা নয়; আমার কাছে গীতি কবিতার স্বরূপ মনে হয়েছি লিখাটিকে।
loading...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মুরুব্বি।
loading...