দাবি নিয়ে মানুষের অধিকার
ভাতের অধিকার ;কথা বলার অধিকার
নিরাপদে চলার,বেঁচে থাকার অধিকার। একটা মিছিল হবে রাজপথে আবার
যে মিছিলের অগ্রভাগে থাকবে
সালাম বরকত রফিক জব্বার
একটা মিছিল হবে রাজপথে আবার। এ মিছিল নয় কোন ব্যক্তিস্বার্থের পয়গাম
এ মিছিল মানুষের অধিকারের সংগ্রাম।

