হতাশার চাদরে ঢাকা আভিজাত্যের এ শহর
এখনো জেগে আছে পানশালা,
নর্তকীর আহ্বানে পুলকিত ধনীর দুলাল মেতেছে শরাবের মোহে।
কেউ কেউ জেগে আছে জীবন ও জীবিকার প্রয়োজনে।
ফ্লাস্ক হাতে চাওয়ালা, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কাগজ কুড়ানো মেয়েটির জীর্ণ শরীরে শীর্ণ পোশাক,
রিক্সার প্যাডেল চলছে

