অন্ধকারের অনন্ত সরোবর
থেকে জেগে ওঠা একখণ্ড সোনালী আলো।
কোন একদিন আমায় ছুঁয়ে যাবে
অপেক্ষার এই দৃষ্টিনন্দন দ্রাঘিমা পেরিয়ে
তুমি হয়তো দেখে নেবে আমায়। এখন যেভাবে রয়েছে এই জল ছোঁয়া মাটি
বিস্তৃত এই সমুদ্রের জলসীমায়
কোন একদিন আবার ফিরে আসব
ফিরে আসবো অনন্ত স্বপ্নের জাল বুনে
হয়তো

